শাহ্ রুক খান কিভাবে অভিনয় জগতেপা রাখলেন অজানা তথ্য।


ShahRuk Khan

কে না জানে, বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের অভিনয়ের যাত্রা শুরু ছোট পর্দায়। তার আগে থিয়েটারেও কাজ করেছেন। সেখান থেকেই অভিনয়ে হাতেখড়ি। কিন্তু ক’জন জানে, বাবার ব্যবসাও তাঁর অভিনয় শেখার পেছনে বড় অবদান রেখেছে?
ঘটনা হলো, ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) ক্যান্টিনটি চালাতেন শাহরুখ খানের বাবা। সেই সুবাদে সেখানকার ছাত্র না হয়েও অনেক গুণী অভিনয়শিল্পীদের সংস্পর্শে আসতে পেরেছিলেন শাহরুখ। তাঁদের কাছ থেকে অভিনয়ের অনেক খুঁটিনাটি শিখে নিয়েছেন।
শাহরুখ খান বলেন, ‘যদিও আমি এনএসডির ছাত্র ছিলাম না; তবে সেখানকার অনেক বড় বড় অভিনেতাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। বলিউড অভিনেতা মনোজ বাজপেয়িও কিন্তু এনএসডির ছাত্র ছিলেন না। কিন্তু আমরা দুজন রঘুবীর যাদবের মতো গুণী অভিনেতার সঙ্গে কাজ করেছি। দিল্লিতে যখন থিয়েটার করতাম, তখন তাঁদের কাছ থেকে বাক্যের পদক্রম ও উচ্চারণের ধরন শিখেছি। আমার বাবা সেসময় এনএসডির ক্যান্টিনটি পরিচালনা করতেন।

এভাবে জন্মনেয় বলিউডের কিং খান শাহ্ রুক খান। শাহ্ রুক খানের নতুন ছবি জিরো রিলিজ হয়েছে জা ব্যাপক মারা পায়।

আমার সর্ট আর্টিকালটি ভালো লাগলে কমেন্ট করতে পারেন এবং আপনাদেরর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
শাহ্ রুক খান কিভাবে অভিনয় জগতেপা রাখলেন অজানা তথ্য।  শাহ্ রুক খান কিভাবে অভিনয় জগতেপা রাখলেন  অজানা তথ্য। Reviewed by Ahan Afridi on 07:32 Rating: 5

No comments:

Theme images by sebastian-julian. Powered by Blogger.