বাংলাদেশে অভিনয়ের ভবিষ্যৎ সংক্ষিপ্ত আলোচনা।

বাংলাদেশে অভিনতাদের ভবিষ্যৎ। 

https:www.sheshopay.blogspot.com
Acting

 By SheshOpay


অভিনয় মানেই এতটা একটা খুবই ইন্টারেসটিং ব্যাপার। সবার মনেই একটুআকটু অভিনয়ের প্রতি ঝোক রয়েছে। কিন্তু যদি ব্যাপারটা ক্যারিয়ারের কথা হয় তবে। একজন কি এই অভিনয়কে নিজের ক্যারিয়ার হিসেবে নিয়ে সামনে এগোতে পারবে? এই প্রশ্ন নিয়েই আমি আজকের এই পোস্টটি লিখব

বাংলাদেশে  ইনড্রাসটিতে অভিনেতার চাহিদা:

ইনড্রাসটিতে  অভিনেতাদের চাহিদা সব সময়ই থাকে। বাংলাদেশেও অভিনেতাদের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রতি বছরই আমাদের দেশে নতুন নতুন অভিনেতাদের দেখা যায়। বাংলাদেশে অভিনয়ের ক্ষেত্রে বড় পর্দার থেকে ছোট পর্দার চাহিদা এবং জনপ্রিয়তা বেশি। আমাদের প্রতিবেশি দেশ ভারত যেখানে সিনামার বিপুল চাহিদা যেখানে বিভিন্ন ভাষায় চলচিত্র তৈরি করা হয় বিভিন্ন ধরনের নাটক করা হয় কিন্তু তার পরেও সেখানকার প্রতিযোগিতা অনেক বেশি। সেখানে অভিনয়ে আসতে হলে সাবার সেরা হতে হবে।

 আর যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি তাহলে এত প্রতিযোগিতা মোটেও নেয়। বাংলাদেশের চলচিত্রগুলো কাহিনি গুলো বাস্তব জিবনকে ফুটিয়ে তুলতে পারেনা কারণ আমাদের দেশের অভিনেতা গুলো অদক্ষ! প্রতিটি সিনামায় একজনকেই চরিত্র দেওয়া হয় কারণ ভালো অভিনেতা নেই। এই সকল বিষয় বিবেচনা করলে দেখা যায় যদি কেউ ভালো অভিনয় পারে তাহলে সে বাংলা চলচিত্র ইনডাসট্রিতে খৃব সহজেই প্রবেশ করতে পারবে। এর জন্য শুধু চাই প্রখর মনোবল এবং ইচ্ছাশক্তি।

 আপনি যদি শুরু থেকে শিখে উপরের দিকে যেতে চান তাহলে ছোট পর্দায় তাজ করাটা আপনার জন্য বেস্ট  হবে। এজন্য আমি আপনাকে বলব নাটকে প্রবেশ করার জন্য।বাংলাদেশে নাটকের ব্যাপক চাহিদা এছারা আমাদের দেশের নাটক বাইরের বাঙালিদের কাছেও বেপক জনপ্রিয়। আমাদের দেশের ছোটবড় সবাই নাটক পছন্দ করে। আর টাকার ব্যাপার বলতে গেলে বাংলাদেশে অন্যতম সফল ব্যাবসা হচ্ছে এই নাটক। অনেক বড় বড় টিভি চ্যানেল এই নাটকের কপি কিনে থাকে এছারা বিভিন্ন ইসপনসার ইত্যাদি মিলিয়ে সিনামার থেকে কম যায় না।

তাই নতুনদের জন্য তাজ খোজার ক্ষেত্রে এবং ইনডাসট্রিতে প্রবেশের ক্ষেত্রে ছোট পর্দায় প্রবেশ করাটায় বেস্ট হবে। আর সিনামর বেলায় যখন আপনি যেতে চাইবেন তখন কিছু অসৎ ব্যাক্তি সিনামায় রোল পাইয়ে দেবে এরকম বলে টাকা নেয় আর শেশে রোল দেয় খুবই ছোট চরিত্রের।এরকমটার ফলে আপনার টাকা এবং ক্যারিয়ার দুইটায় নষ্ট হবে।

আপনি যদি সপ্ন দেখে থাকেন অভিনেতা হবেন তবে আপনি কোন ভুল করেননি অবশ্যই দেখুন। এর জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে অভিনয় জানতে হবে। অভিনয় শেখা, অভিনয় নিয়ে নতুনদের বিভন্ন প্রতারটিপস নিয়ে আমি অারো অনেক পোস্ট তরেছি আপনি সেগুুলো পরতে পারেন। অাগেন কথায় চলে আসি অভিনয় টাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিলে আপনাকে অবশ্যই এটার দিকে মনোযোগ দিতে হবে  এবং বিভিন্ন জায়গায় অডিসন দিতে হবে। ভুল কনেও দালালদের পাল্লায় পরা যাবে না। বিষয় গুলোর দিকেরখেয়াল তরলে অবশ্যয় আপনি সফল হবেন।
 (আপনাকে পর্দায় দেখার জন্য অপেক্ষায় রইলাম)


যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। মানুষ মাত্রই ভুল। এরকম আরো অভিনয় সম্যপর্কে জানার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন।


বাংলাদেশে অভিনয়ের ভবিষ্যৎ সংক্ষিপ্ত আলোচনা। বাংলাদেশে অভিনয়ের ভবিষ্যৎ সংক্ষিপ্ত আলোচনা। Reviewed by Ahan Afridi on 20:56 Rating: 5

No comments:

Theme images by sebastian-julian. Powered by Blogger.