কিভাবে বারিতে বসে অভিনয় শিখবেন সম্পূর্ন ঘরোয়া পদ্ধতি।


কিভাবে বারিতে বসে অভিনয় শিখবেন?

htttps://www.sheshopay.blogspot.com
অভিনয়

অভিনয়ের প্রতি আমারা সাবাই খুব অাগ্রহি কিন্তু  নিজেরা অভিনয় করতে পারি না। সবার মনেই একটা ইচ্ছা জাগে যে সে একজন অভিনেতা হবে কিন্তু সে প্রকৃতপক্ষে অভিনয় করতে পারে না। সবাই অভিনয় করতে চায় এবং শিখতে চায়। কেউ যদি ভালো অভিনয় জানে তাহলে সে একদিন না একদিন ভালো অভিনেতা নিশ্চয় হবে। অভিনয় না জেনে বা না শিখে নিজেকে মনে মনে সালমান খান সাহ্ রুক খান কিংবা কাজল এদের মতো ভাবলে সেটা সারা জিবন সপ্ন সপ্নই রয়ে যাবে।কেউ যদি অভিনেতা হতে চায় তাহলে তাকে অবশ্যই অভিনয় কিভাবে করতে হয় তা জানতে হবে। আমাদের দেশে অভিনয় শেখার মতো কোনো ভালো প্রতিষ্ঠান বা অভিনয় স্কুল নেই যেখানে অভিনয় শেখা যাবে। থাকলেও সেটা খুবই কম এবং সবার পক্ষে সে রকম স্কুলে যাওয়া সমভব হয় না। এছারা আমাদের দেশে বিভিন্ন নাটকে অভিনয়ের কোর্স দেওয়া হয় যেগুলো খুবই খরচ সাধ্য।যারা একেবারেই অভিনয় করতে পারে না তাদেরকে আমি কিছু টিপস এবং উপায় বলব যার সাহায্যে সে বারিতে থেকেই একজন প্রফেসনালের মতো অভিনয় করে দেখাতে পারবে।সাবার সুবিধার্থে  আমি নিচে পেরা আকারে উপায় গুলো লিখছি।


নিজের লজ্জা দূর করা :
অভিনয় করার ক্ষেত্র সব থেকে বড় যে সমস্যাটি আসবে সেটা হচ্ছে এই লজ্জা।লজ্জা নাজানি কত মানুষের সপ্নকে ডেকে দিয়েছে। এজন্য লজ্জা দূর করতে হবে। লজ্জা দূর করা নিয়ে আমি একটা পুরো সংক্ষিপ্ত আরটিকাল লিখব সেখান থেকে চাইলে নিজের লজ্জাকে কমিয়ে আনতে পারবেন।

সুন্দর ভাবে কথা বলা :

 একজন অভিনেতাকে অবশ্যই সুদ্ধ ভাষায় কথা বলা শিখতে হবে। কারণ কথা বার্তার ধরনথেকেও একজন মানুষ ভালো কিছু করতে পারবে। তাই বন্ধু বান্ধব দের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে।

অায়নার সামনে গিয়ে কথা বলা: 

সবান মনেই একটা ভয় থাকে আমি অমুকের সামনে অভিনয় করব আমাকে না জেন কিরকম দেখায় এজন্য সর্বপ্রথম নিজরকে নিজের সামনে উপস্থাপন করতে হবে। আয়নার সামনে গিয়ে তথা বলুন জানি এটা অনেক হাস্যকর লাগে কিন্তু এই হাস্যকর বেপারটা যখন আপনার মধ্যে কাজ করবে না তখন বুঝবেন আপনি উন্নত হচ্ছেন। নিজেকে আয়নার সামনে তুলে ধরুন এবং আয়নার সামনে অভিনয় করার চেষ্টা করুন।আয়নাটা যদি পা থেকে মাথা পর্যন্ত হয় তাহলে বেশি ভালো হয়।

নাচ শেখা : 
অভিনয়ের সময় শরীরকে নানা প্রকার অঙ্গিভঙ্গির মাধ্যমে নিজের চরিত্র কে ফুটিয় তওলতে হয়। শরীরে এই গুনটি অর্জন করার জন্য সবথেকে বেশি কাজে লাগবে এই নাচ। আর যদি আপনি নাচ শিখে তা অন্যের সামনে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার মনের সব ভয় ভীতি গুলো দূর হয়ে যাবে। আপনি অবিনয়ের দিকে আরো কয়েকধাপ এগিয়ে যাবেন। নাচ শেখার জন্য আপনি নাচের স্কুলে কিংবা ইউটিউবে টিউটিরিয়াল ভিডিও দেখেও শিখতে পারেন।আমি কলব ইউটিউব থেকে দেখে সেখায় ভালো কারন আপনি যেহেতু বারিতে বসে অভিনয় সিখতে চান।

অভিনয়েন জন্য শারীরিক ব্যায়াম :
অভনেতারা কিছু ব্যায়াম অনুশীলন করে থাকেন যেগুলো তাদেরকে আরো ভালো ভাবে অভিনয় করার জন্য সাহায্য করে। এর জন্য আপনাকে শারীরিক ভাবে সবল হতে হবে।

মোকাইল অ্যাপসের সাহায্য নেয়া :
এখন বর্তমানে টিকটক, ইউটিউব, লাইকি,আরো অনেক ধরনের সোশাল সাইট রয়েছে যেখানে মাজার মজার ভিডিও তৈরি করা হয়। এক্ষেত্যে আপনি টিক টক সিলেক্ট করতে পারেন সেখানে আপনি পনেরো সেকেন্ডের একটি ভিডিও তৈরি করবেন। যেখানে আপনি সহজেই ভিডিও তৈরি করতে পারবেন এবং পরবর্তিতে তা থেকে টাকা ইনকাম করতে পারবেন।


মোবাইল ক্যামারা :
সর্বশেষে আপনাকে যা করতে হবে নিজেকে নিজের ভিডিও করুন সেটা কোন দামি ক্যামারা ব্যাবহার করতে হবে তা নয় আপনি আপনার মোবাইলের ক্যামেরাটা ব্যাবহার করুন। আপনাকে প্রথমে ক্যামারার সামনে কথা কলতে হবে এবং পরে বিভিন্ন চরিত্রের মধ্যে নিজেকে ধারন করতে হবে। এমনটি মনে করতে হবে যে আপনার সামনে একটা চরিত্র বসে আছে আপনি তার সাথে কথা বলতেছেন। এভাবে নিয়মিত অনুশীলন করলে আপনি অবশ্যই ভালো অভিনয় শিখতে পারবেন। এবং যেকোন ধরনেন অডিসনে গিয়ে আপনি আপনার প্রতিভা দেখাদে পারবেন।


সবশেষে বলব যদি আপনাদের কাছে আমার এই আরটিকালটি ভালে লাগে তাহলে কমেন্ট করবেন একং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও অভিনয় সম্পর্কে জানতে পারে এবং শিখতে পারে। অভিনয় সম্পর্কে বিস্তারিত আরো জনতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন এবং ফেসবুকে লাইক দিতে পারেন। ভুল ত্রুটি হলে মাফ করবেন।


কিভাবে বারিতে বসে অভিনয় শিখবেন সম্পূর্ন ঘরোয়া পদ্ধতি। কিভাবে বারিতে বসে অভিনয় শিখবেন সম্পূর্ন ঘরোয়া পদ্ধতি। Reviewed by Ahan Afridi on 08:03 Rating: 5

No comments:

Theme images by sebastian-julian. Powered by Blogger.