কিভাবে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা সুন্দর বানাবেন।
![]() |
| picture of Rhinoplasty |
প্রত্যেক মানুষই চাই সে জন্য আরো বেশি ভালো দেখায় তাকে জেন কেউ অপছন্দ না করে। আমাদের মধ্যে আনেকেই রয়েছে যারা দেখতে মোটামোটি ভালো বা তাদের নাক মোটা কিংবা গাল ফোলা কিন্তু তাদের বডি ফিটনেস অনেক ভালো।এরকম অবস্থায় যদি তার চেহারায় পরিবতর্ন আনা যায় তাকে অনেক বেশি সুন্দর লাগবে আরো বেশি আকর্ষনিয় লাগবে।এই চেহারায় পরিবর্তন আনা এটার একমাত্র উপায় হচ্ছে প্লাস্টিক সার্জারি।আমরা এখন সাবাই এই প্লাস্টিক সার্জারি শব্দটার সাথে পরিচিত।আমরা এই শব্দটার পরিচিত হলেও আসলে আমরা কেউ ভালো ভাবে জানিনা কোথায় এবং কোন ধরনের হসপিটালে সার্জারি করতে হয়।
আজকের এই পোস্টে আমি আপনাদের মাথে আলোচনা করব সত্যি কি সার্জারি করে চেহারায় পরিবর্তন আনা যায়? গেলেও বা কতটুকু পরিবর্তন আনা যায়।
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
প্লাস্টিক সর্জারির তাৎপর্য : সর্বপ্রথম প্লাস্টিক সার্জারি ব্যাবহার করা হত মানষের পুরা বা গভির বা অগভির খতকে সম্পূর্ণ ভাবে শরিরের সাথে মিশিয়ে দিতে। পরে আধুনিকতার পরিবতর্নের সাথে সাথে এই চিকিৎস্যা বিঙ্গানের মধ্যেও ব্যাপক পরিবর্তন আসতে থাকে এবং আস্তে আস্তে পৌছায় আজকের এই অবস্থানে যেখানে চিকিৎস্যকদের সাহায্যে মানুষ তার চেহারায় ব্যাপক পরিবর্তন আনছে।এখন প্লাস্টিক সার্জারি প্রায় সব অভিনেতারায় তাদের চেহারায় প্রয়োগ করছে। বিশেষ করে বলিউডের অভিনেতা এবং অভিনেত্রিরা বেশি ব্যাবহার করছে। চাইলে অাপনিও আপনার চেহারা পরিবর্তন করতে পারবেন।
প্লাস্টিক মার্জারি করে কতটা পরিবর্তন আনা যায়:যদি বলেন কতটা পরিবর্তন আনা যায় তাহলে সেটা নির্ভর করে আপনার চেহারার গঠনের উপর। সার্জারির মাধ্যমে আপনি সর্বোচ্চ ৮০% পরিবর্তন আনতে পারবেন এবং বাকি ২০ % চেহারা আপনার পুরোনো চেহারার সাথে মিল থাকবে।তবে এরকম সার্জারির জন্য আপনাকে খরচ করতে হবে লক্খ্য লক্খ্য টাকা একং উন্নত চিকিৎস্যা এবং প্রতিষ্ঠান।এই বিষয়ে অামি বলব একজন মানুষের চেহারায় এত পরিবর্তননআনার কোন প্রয়োজন নেই। শুধু মাত্র একটা গুডলুকিং আনতে পারলেই যথেষ্ট।
😙😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😘
আজকের পোস্টে আমি সাজর্রি সম্পর্কে বিস্তারিত বললাম না সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি আমার আরকটি পোস্টে প্লাস্টিক সার্জারির খরজ এবং কোন দেশগুলোর চিকিৎস্যা এই কাজগুলোর জন্য সবথেকে ভালো।এজন্য আমাদের সাইটে দেওয়া সোশাল লিংকে গিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন।সবশেষে বলব মানুষ মাত্রই ভুল কোন প্রকার ভুল ত্রুটি থাকলে মাফ করবেন।
কিভাবে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা সুন্দর বানাবেন বিস্তারিত কিছু কথা।
Reviewed by Ahan Afridi
on
23:35
Rating:
Reviewed by Ahan Afridi
on
23:35
Rating:



No comments: