এক জন ভালো ছাত্র হতে যেযে গুন থাকা প্রয়োজন

ভালো ছাত্র হওয়ার জন্য প্রয়োজনিয় টিপস 

Student

এক জন ছাত্র শুধু মাত্র পরিক্ষায় ভালো রেজাল্ট আনতে পারলেই তাকে ভালো ছাত্র বলা চলে না।এক জন ছাত্র ক্লাসে টপার না হলেও যদি তার শিক্ষকদের সাথে ভালো মতবিনিময় থাকে তাহলে সে অই ক্লাসের টপারের থেকে জিবনে বেশি উন্নত করতে পারবে।একজন ছাত্রের মধ্যে কি কি গুন থাকা প্রয়োজন নিজেকে আদর্শ ছাত্র হিসেবে পরিচয় দিতে গেলে? এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আমি।



প্রশ্ন করার ক্ষমতা :


একজন ভাল ছাত্রের অবশ্যই শিক্ষকের লেকচার উপলব্ধি করে তা থেকে প্রশ্ন বের করার এবং জিজ্ঞাসা করার ক্ষমতা থাকতে হবে।অর্থাৎ লজ্জা বা ভয় পেয়ে শিক্ষককে ভয় পেয়ে প্রশ্ন না করে বসে থাকা যাবে না।

কথা বলার যোগ্যতা:


একজন ভাল ছাত্রের অবশ্যই সুন্দর ভাবে কথা বলার যোগ্যতা থাকতে হবে।শুদ্ধ ভাষায় কথা বলা শিখতে হবে।শিক্ষকদের সাথে বন্ধুদের সাথে সহপাঠিদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে।



নিজের ঙ্গানকে কাজে লাগানো:


একজন ভাল ছাত্রের অবশ্যই পূর্বে কোনো সময়ে শিখে আসা জ্ঞানকে বর্তমানে কাজে লাগানোর ক্ষমতা থাকতে হবে এবং নিজের ঙ্গানকে ভালো কাজে লাগাতে হবে।

ক্লাসের কাজ ঠিকমত করা:


এক ছাত্রকে অবশ্যয় তার প্রতিদিনের পরা প্রতিদিন শেষ করে ক্লাসে উপস্থাপন করা।ক্লাসে প্রতিদিন সামনের ব্রেন্সে বসতে না পারলেও শিক্ষকদের নজরে  থাকা। ক্লাসের সকলের সাথে ভালো ব্যাবহার করা।

পরিস্থিতির শিকারে পরলে:


একজন ভাল ছাত্রের অবশ্যই যেকোনো পরিস্থিতিকে নিজে থেকে সামাল দেয়ার ক্ষমতা থাকতে হবে। মনবল ভেঙে গেলে চলবেনা সামনেরর দিকে লক্ষ রেখে এগোতে হবে।

শিক্ষকের প্রতি গুরুত্ব :


একজন ভাল ছাত্রের অবশ্যই শিক্ষক কি বলছেন তা শুনে বোঝার ক্ষমতা থাকতে হবে।শিক্ষককে এরিয়ে না চলে সে কি বলছে সেটার দিকে লক্ষ্য দেয়া।


মিল অমিল এবং ভালো মন্দ বুঝার ক্ষমতা:

একজন ভাল ছাত্রের অবশ্যই দুটি বিষয়ের মধ্যে মিল এবং অমিল খুঁজে বের করার ক্ষমতা থাকতে হবে। কোন কাজটি আমার জন্য ভালো এবং কোন কাজটি খারাপ সে বুঝতে হবে।সবসময় ভালো দিক এবং  ভালো মানুষের দিকে চলতে হবে।

⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠
আমি আমার এই পোস্টটির মাধ্যমে ছাত্র ছাত্রিদেরকে তাদের লক্ষ্য সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছি। যদি তোমাদের মধ্যে কেউ আমার এই পোস্টে তাদেররযথাযথ উত্তর না খুজে পাউ তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। কোনোপ্রকার ভুল ত্রুটি হলে মাফ চেয়ে নিচ্ছি।
এক জন ভালো ছাত্র হতে যেযে গুন থাকা প্রয়োজন এক জন ভালো ছাত্র হতে যেযে গুন থাকা প্রয়োজন Reviewed by Ahan Afridi on 05:54 Rating: 5

No comments:

Theme images by sebastian-julian. Powered by Blogger.